এমডি রিয়াজ হোসেন, ইতালী : পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস এর ১৬ বছর পূর্তি ও আয়েটা’র (IATA) সদস্যপদ পূনরায় চালুকরন উপলক্ষে আয়োজন করা হয় এক বর্নাঢ্য অনুষ্ঠানের। পপুলার ট্রাভেল এন্ড ট্যুরস এর ডাইরেক্টর হাজী মোঃ ইদ্রিস ফরাজীর আহ্বানে পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাদাৎ হোসেন সাজু, ব্যবস্থাপনা পরিচালনক মামুন আলম এর যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mustofa Hakan Yilmaz General Manager Of Turkish Airnlies, Alessandra Perez Glerean- Regional Marketing Representative Of Turkish Airnlies, Donatella Marcocci-Senior Sales Executive Of Qatar Airways, Rosamaria Lombardi-Senior Sales Executive Of Emirates Airnlies, বাংলাদেশ সমিতি-ইতালীর সভাপতি জিএম কিবরিয়া, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকির ,অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির,ইতালী সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রিয়াজ হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন সকল রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের শির্ষস্থানীয় নেতৃবৃন্দ। পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস এর ডাইরেক্টর এ বিশেষ দিন উপলক্ষে ঘোষনা করেছেন, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত টিকেট ক্রেতাগণদের মধ্য থেকে লাকী কুপন এর মাধ্যমে তিনজন সৌভাগ্যবান পাবেন বিশেষ পুরস্কার। উল্লেখ্য গতকাল ৪ই জুলাই থেকে পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস এর সকল গ্রাহকদের ক্রয়কৃত টিকেটে দেয়া হচ্ছে একটি স্পেশাল নাম্বার যে নাম্বারটিই আগামী ১৬ই জানুয়ারী ২০১৮ইং তারিখে লাকী ড্র এর মাধ্যমে বাছাই করা হবে।তিনজন সৌভাগ্যবানকে। আর এই সৌভাগ্যবান তিনজন পাবেন ক্রমান্বয়ে ১ম বিজয়ী আইফোন-৭, ২য় বিজয়ী একটি এয়ার টিকেট এবং ৩য় বিজয়ী পাবেন একটি ৪০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন। পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস এর ডাইরেক্টর মোঃ ইদ্রিস ফরাজী তার দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাসে সকল বাংলাদেশীসহ সকল প্রবাসীদের বিভিন্ন সেবার মাধ্যমে পাশে থাকতে পেরে আজ আমরা গর্বিত এবং আগামীতে আরো নতুন নতুন ধারায় সেবার মাধ্যমে সকলের পাশে থাকার ইচ্ছা ব্যক্ত করেন তিনি। এসময় তার্কিস, কাতার ও এমিরাটস এয়ারওয়েজ এর পক্ষ্যে নিজ নিজ প্রতিনিধিগণ উপস্থিতিগনের প্রতি সম্মান ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস এর সাথে কাজ করে এবং এরকম একটি বর্নাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা আনেক আনন্দিত এবং আগামীতেও আরো এধরনের আনুষ্ঠানের আয়োজন করার আশা প্রকাশ করেন ও পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস এর সফলতা কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস এর ডাইরেক্টর মনির ফরাজী, সেলস এক্সিকিউটিভ শাহাজালাল মাতবর, আশরাফ আলী, রুয়ান ফিরনান্দো, রুদি মাংমানলাক, রবেরতো রিকোমানিকো ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন জনি, ফারুক ফরাজীসহ আরো অনেকে।
আয়েটার সাথে পুনরায় কাজ করবে ইতালীর পপুলার ট্রাভেলস্
Advertisement