ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের একজন স্পার্ম ডোনার সে দেশের এক হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছেন। জানা গেছে, ওই ব্যক্তি জানতে পেরেছেন, তার দেওয়া স্পার্ম থেকে ১৭ জন সন্তানের জন্ম হয়েছে। বিষয়টি জানার পরই তিনি আইনি লড়াইয়ে নেমেছেন।
জানা গেছে, ডা. ব্রাইসি ক্লেরি অভিযোগ করেছেন ওরিজন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির বিরুদ্ধে। চুক্তি ভঙ্গের জন্য ওই হাসপাতালের বিরুদ্ধে তিনি পাঁচ দশমিক ২৫ মিলিয়ন ডলার ক্ষতি চেয়ে মামলা করেছেন।
৫৩ বছর বয়সী ওই ব্যক্তির তিন সন্তান রয়েছে। তার মধ্যে একজনকে তারা দত্তক নিয়েছেন। স্ত্রীকে পাশে বসিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৩০ বছর আগে স্পার্ম দিয়েছেন। ওই সময় তিনি জানিয়েছেন, সেই স্পার্ম থেকে সন্তান জন্ম দিতে গেলে তাকে জানাতে হবে।
এমনকি তিনি অভিযোগ করেছেন, এ ধরনের চুক্তি ভঙ্গ করে হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তিনি বলেছেন, তার স্পার্ম থেকে জন্ম নেওয়া দুই শিশু তার স্ত্রীর গর্ভের সন্তানের সঙ্গে একই স্কুলে পড়ে।
তিনি আরো বলেছেন, এ ধরনের কাজের ফলে তিনি ঝুঁকিতে পড়ে গেছেন। আমি চেয়েছিলাম যে, যারা সন্তান নিতে পারছে না, সে ধরনের কিছু মানুষকে সহায়তা করার। তবে তারা অন্য এলাকার মানুষ হবে। কিন্তু চুক্তি ভঙ্গ করার জন্য হাসপাতাল দায়ী। তাদের এসব ব্যাপারে সচেতন হওয়া দরকার।
তিনি আরো বলেন, তারা প্রতিশ্রুতি না দিলে আমি কখনোই এ ধরনের স্পার্ম ডোনেট করতাম না। সেই প্রতিশ্রুতি মিথ্যা ছিল জেনে আমি খুব কষ্ট পেয়েছি। একই এলাকায় আমার স্ত্রীর গর্ভের সন্তানদের ডজন ডজন ভাই থাকাটা সত্যিই তাদের জন্যও বিব্রতকর।
ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে, আরো ১৭ সন্তান তার। তিনি বলেন, নৈতিক, আইনি, ব্যক্তিগত দায়বদ্ধতা কাটিয়ে ওঠার পরেও গভীরভাবে ব্যথিত হয়ে পড়েছি। এখন সেই ১৭ শিশুর প্রতিও এক ধরনের কষ্ট লাগছে।
তবে হাসপাতালের মুখপাত্র বলেছেন, এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। আমাদের রোগীর গোপনীয়তার ব্যাপারে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের গোপনীয়তা আমরা রক্ষা করি। সে কারণে গোপনীয়তা বজায় রাখার স্বার্থে এ ধরনের বিষয়ে মন্তব্য করতে পারি না।