আর-রাহমান ফাউন্ডেশন’র উদ্যোগে চ্যারিটি ডিনার অনুষ্টিত।

২০শে জানুয়ারী রোজ রবিবার ইষ্টলন্ডনের উসমানী সেন্টারে এ, আর, এফ ট্রাষ্টের উদ্যোগে এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়।

ট্রাষ্টের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ইসশাদ মিয়ার সভাপতিত্বে এতে কোরানে পাক থেকে তেলাওয়াত করেন  হাফিজ বদরুল আলম। ট্রাষ্টের চেয়ারম্যান মাওলানা শামছুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব মুফতি আব্দুল মুন্তাক্বিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল আসাদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক ফুয়াদ চৌধুরী,  জনাব হান্নান মিয়া, জনাব মোজাহিদ মিয়া, আসাদ মিয়া।


ব্যাপক উপস্থিতি ও সহযোগীতার মাধ্যমে সফল এ চ্যারিটি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন, মাদ্রাসাতুন নুর এর প্রিন্সিপাল মাও সৈয়দ তামীম আহমদ, মাওলানা মইনুল হক চৌধুরী,  মাওলানা মমনুন মহী উদ্দীন, মাওলানা সৈয়দ নায়ীম আহমদ, মাওলানা আনিসুর রাহমান,সাইফুল ইসলাম মহসিন, এনাম আহমদ সহ আরো অনেকে।
আর-রাহমান ফাউন্ডেশন কমপ্লেক্স নির্মান কাজের সহযোগিতায় বার্মিংহাম,  টেলফোর্ড ও ব্রাডফোর্ড ও লন্ডনের উলামায়ে কেরাম, ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷

Advertisement