আলহাজ্ব মোঃ আব্দুল হক সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষিত আলহাজ্ব মোঃ আব্দুল হক সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ২০ সেপ্টেম্বর শুক্রবার। আলহাজ্ব বশির আহমেদ ফাউন্ডেশনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী আমরিয়া গ্ৰাম তথা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে বলে উদ্বোধন কালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ উপরোক্ত মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ সুনামগঞ্জের দর্গাপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিবর্গ এ রকম একটি জনহিতকর ও মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য বশির আহমেদ ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন-নেক কাজ ও বিশুদ্ধ নিয়ত থাকলে কোন কাজই অসম্পূর্ণ থাকেনা। কোন মহৎ কর্মই বৃথা যায়না,যার বাস্তব প্রমাণ আজকের এই আলহাজ্ব আব্দুল হক সড়ক।

বক্তারা বলেন আলহাজ্ব মোঃ আব্দুল হক সাহেব ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পরোপকারী। তিনি অসহায় ও দুঃস্থ মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থেকে নিরবে নিভৃতে কাজ করে যেতেন। তাঁর জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ আলহাজ্ব মোঃ আব্দুল হক সড়ক নামকরণ করায় বশির আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরিয়া গ্ৰাম তথা এলাকাবাসীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বশির আহমেদ ফাউন্ডেশন যেভাবে যুগ যুগ ধরে এই অঞ্চলের রাস্তাঘাট, পল্লী বিদ্যুৎ, ঘরবাড়ি নির্মাণ,মসজিদ, মাদ্রাসা, আধুনিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে যে কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতা যেন প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকে বক্তারা তাদের বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে মরহুম মোঃ আব্দুল হক  ও তার পূর্বসূরী ও উত্তরসূরীদের ইহলৌকিক ও পরলৌকিক মঙ্গল কামনা করে দোয়া ও শিন্নি বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Advertisement