আ’লীগ নেতার অনাপত্তিতে দুদুর জামিন, আইনজীবীদের ক্ষোভ

ব্রিট বাংলা ডেস্ক :: মাদারীপুর জজকোর্টে একটি মামলায় বুধবার জামিন নিতে এসেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মামলার বাদী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদকের অনাপত্তির ভিত্তিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাজির আহম্মেদ দুদুকে স্থায়ী জামিন প্রদান করেন। এ নিয়ে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজ ফরাজী বলেন, মামলার বাদী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও আওয়ামী আইনজীবী পরিষদ নেতা এ মামলায় দুদুর জামিন হলে তার আপত্তি নেই এ কথা বলতে পারেন না। যদি বলে থাকেন, তা হলে কীসের বিনিময়ে তিনি তা বললেন এটি জানা জরুরি।

তার এ বক্তব্য সঠিক হলে তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় ব্যবস্থা নেয়া হবে।

বুধবার দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাজির আহম্মেদ এ আদেশ দেন।
এর আগে গত ২৩ অক্টোবর ছয় সপ্তাহের জামিনের আদেশ দিয়ে নিম্নআদালতে হাজির হওয়ার নির্দেশনা দেয়ায় বৃহস্পতিবার শামসুজ্জামান দুদু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন।

জেলা বিএনপির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মো. জাফর আলী মিয়া, শরীফ মো. সাইফুল কবীর, গোলাম মোস্তফা চিশতি ও হাওলাদার মিজানুর রহমান জামিন শুনানিতে অংশ নেন।

মামলার বাদী অ্যাডভোকেট বাবুল আক্তার জামিনের বিরোধিতা না করে জামিন হলে আপত্তি নেই এ বক্তব্য দেয়ায় আদালতপাড়ায় আওয়ামী লীগসমর্থক আইনজীবীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজ ফরাজী বলেন, মামলার বাদী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও আওয়ামী আইনজীবী পরিষদ নেতা এ মামলায় দুদুর জামিন হলে তার আপত্তি নেই এ কথা বলতে পারেন না। যদি বলে থাকেন, তা হলে কীসের বিনিময়ে তিনি তা বললেন এটি জানা জরুরি।

তার এ বক্তব্য সঠিক হলে তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement