ব্রিট বাংলা ডেস্ক :: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের কর্মকর্তারা বিসিবি কার্যালয়ে অপেক্ষায় থাকলেও আন্দোলনরত ক্রিকেটাররা কোনো আলোচনায় বসেননি। বোর্ড সভাপতিকে বসিয়ে রেখে হঠাৎ করেই গুলশানে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে বসলেন আন্দোলনরত ক্রিকেটাররা।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় ক্রিকেটাররা গুলশানের একটি হোটেলে নিজেদের মধ্যে আলোচনায় বসবেন বলে জানা যায়। সেখানে একটি সংবাদ সম্মেলনের ডাকও দিয়েছেন সাকিব-তামিমরা।
ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বোর্ড সভাপতির কথা হয়েছে। তবে কি কথা হয়েছে সেটা জানা যায়নি। ক্রিকেটারদের পক্ষ থেকে কেউ ছিল কিনা সেটাও জানা যায়নি। তবে আমরা প্লেয়ারদের জন্য অপেক্ষা করছি।
জালাল ইউনুসের এমন ঘোষণার কিছুক্ষণ পরেই জানা যায় গুলশানের একটি হোটেলে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন ডেকেছেন আন্দোলনরত ক্রিকেটাররা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের ক্রিকেটাঙ্গনের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে কর্মস্থল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যান সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেল ৫টায় সেখানেই ক্রিকেটারদের সঙ্গে তার আলোচনায় বসার কথা ছিল।