আল কোরআন একাডেমী লণ্ডনের ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান

বুধবার ১৯ শে জুন আল কোরআন একাডেমী লন্ডনের নিজস্ব সেমিনার হলে একটি মনোজ্ঞ ঈদ পূর্ণমিলনী অুনষ্ঠিত হয় ।অনুষ্ঠানের প্রথমেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ আনিসুর রহমান ও হাফেজ মাওলানা আবুল হোসেন খান ও ইয়াহিয়া অনসারী ।

একাডেমীর চেয়ারম্যান হাফেজ মুনির উদ্দীন আহমদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, লেখক ও গবেষক ড. আবদুল বারী । তিনি একাডেমীর বিশ্বব্যাপী বিনামূল্যে কোরআন বিতরণের এই মহতি উদ্যোগের প্রসংশা করেন।

চ্যানেল এস-এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল একাডেমীর এই কাজের সাথে আরো বেশী সহযোগিতা করার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলাম চ্যানেল (উর্দূ)-এর এমডি ইব্রাহিম জামালি, চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী ,ড. আবুল কালাম আজাদ, আবদুল কাদের সালেহ ও মাওলানা ফারুক হোসেন প্রমূখ সুধীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আল কোরআন একাডেমীর ওয়েলইউসার ভলানটিয়ার,কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

সর্বশেষে একাডেমীর চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দীন আহমদ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Advertisement