বুধবার ১৯ শে জুন আল কোরআন একাডেমী লন্ডনের নিজস্ব সেমিনার হলে একটি মনোজ্ঞ ঈদ পূর্ণমিলনী অুনষ্ঠিত হয় ।অনুষ্ঠানের প্রথমেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ আনিসুর রহমান ও হাফেজ মাওলানা আবুল হোসেন খান ও ইয়াহিয়া অনসারী ।
একাডেমীর চেয়ারম্যান হাফেজ মুনির উদ্দীন আহমদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, লেখক ও গবেষক ড. আবদুল বারী । তিনি একাডেমীর বিশ্বব্যাপী বিনামূল্যে কোরআন বিতরণের এই মহতি উদ্যোগের প্রসংশা করেন।
চ্যানেল এস-এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল একাডেমীর এই কাজের সাথে আরো বেশী সহযোগিতা করার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলাম চ্যানেল (উর্দূ)-এর এমডি ইব্রাহিম জামালি, চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী ,ড. আবুল কালাম আজাদ, আবদুল কাদের সালেহ ও মাওলানা ফারুক হোসেন প্রমূখ সুধীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আল কোরআন একাডেমীর ওয়েলইউসার ভলানটিয়ার,কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
সর্বশেষে একাডেমীর চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দীন আহমদ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।