আল ফালাহ’র দ্বিতীয় বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

এহসানুল ইসলাম চৌধুরী শামীম:ব্রিটেনের লুঠনে অনুষ্ঠিত হলো আল ফালাহ ইনভেস্টমেন্ট লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারন সভা। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা ডাইরেক্টর ও শেয়ার হোল্ডাররা উপস্থিত হন।

রবিবার বিকালে লুঠনের একটি সেন্টারের আয়োজিত দুই পর্বের এই সাধারন সভায় সভাপতিত্ব করেন আল ফালাহ’র ম্যানেজিং ডাইরেক্টর আবু সৈয়দ জাহাঙ্গীর কবির আহমদ।

সেক্রেটারী সলিসিটর জাবের মিয়া জেপির পরিচালনায় আগতদের স্বাগটি জানিয়ে বক্তব্য রাখেন,সেলিব্রেটি শেফ সুরুক মিয়া,আবদুর রকিব,জিলু মিয়া, মোহাম্মদ ইসলাম ও ইউসুফ আহমদ আনসারী সহ আরো অনেকেই।

সভায় ২য় পর্বে আল ফালাহ ইনভেস্টম্যান লিমিটেডের সাংগঠনিক বিষয়াধী নিয়ে আলোচনা করা হয়।

বিগত বছরে যে সব কাজ করেছে আল ফালাহ তার বিষদ বিবরন আগতদের সামনে তুলে ধরা হয়।

বাষিক রিপোর্ট পেশ করেন ক্যাসিয়ার, প্রিন্স সাদিক চৌধুরী।

অনুষ্ঠানে আল ফালার পক্ষ থেকে সকলকে নানা ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়।

লুঠনের সুনামধন্য টেইকওয়ে মাস্টার শেফ টেইকওয়ের গামনার ও সেলিব্রেটি শেফ সুরুক মিয়ার সৌজন্যে অনুষ্ঠানে খাবার সরবরাহ হয়।

Advertisement