আসছেন ৬৭ বিদেশি পর্যবেক্ষক

ব্রিট বাংলা ডেস্ক :: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে আসছেন বিভিন্ন দেশের অন্তত ৬৭ পর্যবেক্ষক। নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ৬৭ জন পর্যবেক্ষক আবেদন করেছেন ইসিতে। আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, ইউরোপীয় ইউনিয়নের পাঁচজন, নেদারল্যান্ডসের ছয়জন, সুইজারল্যান্ডের ছয়জন, নরওয়ের চারজন, ডেনমার্কের দুইজন এবং জাপানের পাঁচজন। তাঁদেরকে অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া ২২টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষককেও নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement