আহাদ চৌধুরী বাবু : সদ্য সমাপ্ত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচনে বাঙ্গালী অধ্যুষিত বেথনাল গ্রীন ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে প্রথম বারের মতন কাউন্সিলার নির্বাচিত হয়ে চমক দিয়েছেন স্থানীয় রাজনীতিতে পরিচিত আহবাব হোসেন ৷
সুনাম গঞ্জ জেলার জগন্নাথ পুর উপজেলার প্রভাকর পুর গ্রাম,এবং সিলেট শহরের বাসিন্দা সাবেক সিলেট জেলা ছাত্রলীগ সহ সম্পাদক বর্তমানে বেথনাল গ্রীন বায়তুল আমান মসজিদের ভাইস চেয়ার হিসাবে দায়িত্বরত ৷
তিনি নির্বাচনে ২৯১৬ ভোট লাভ করেন৷
যাহা বর্তমানে ২০টি ওয়ার্ডের ৪৫ জন নির্বাচিত কাউন্সিলারের প্রাপ্ত ভোটের মধ্যে সর্বোচ্চ ৷
এই ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হয়েছেন, বারবার নির্বাচিত কাউন্সিলার বর্তমান ডিপুটি মেয়র সিরাজুল ইসলাম,এবং নতুন নির্বাচিত মেকুলিয়ান ইভা ৷
তাদের ভোট ২য় সর্বোচ্চ ২৮৩০, ২৮১৬ ৷
এই ওয়ার্ডে অন্যান্য দলের প্রার্থীদের প্রাপ্ত ভোট ৮০০ উপরে উঠেনি ৷
Advertisement