আড়াই দিনের হারে টেস্টেও ভারতকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

ব্রিট বাংলা ডেস্ক :: ওয়ানডের পর টেস্টেও ভারতকে হোয়াটওয়াশ করল নিউজিল্যান্ড। স্বাগতিকদের দুর্দান্ত পারফরমেন্সে আড়াই দিনে ওয়েলিংটন টেস্ট হারল বিরাট কোহলির দল। ৭ উইকেটে সফরকারীদের হারিয়েছে নিউজিল্যান্ড।

আজ সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের শেষ ইনিংসে কিউইদের লক্ষ্য ছিল ১৩২ রানের। দুই ওপেনারের ফিফটিতে দ্বিতীয় সেশনেই জয় তুলে নেয় কেন উইলিয়ামসনের দল। এ জয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠল নিউজিল্যান্ড।

হ্যাগলি ওভালে আগের দিনের ৬ উইকেটে ৯০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। মাত্র ৪৭ মিনিটেই অলআউট ভারত। শেষ ৪ উইকেটে ৩৪ রান যোগ করতে পারে সফরকারীরা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হানুমা বিহারি ও রিশাব পান্ত দুই অঙ্ক ছুঁতে পারেননি।

রবিন্দ্র জাদেজা যা একটু লড়াই করেছেন। ১৬ রানে অপরাজিত থাকেন জাদেজা। ভারতের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৪ রান আসে চেতশ্বর পূজারার ব্যাট থেকে। ট্রেন্ট বোল্ট নেন ৪ উইকেট। টিম সাউদির শিকার ৩ উইকেট।

১৩২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শতরানের জুটি গড়েন দুই ওপেনার টম ব্লান্ডেল ও টম ল্যাথাম। ৫২ রানে টম ল্যাথাম ফিরলে ভাঙে ১০৩ রানের জুটি। তিন ওভার পর সাজঘরে ফেরেন টম ব্লান্ডেল (৫৫)। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসন (৫) দ্রুত ফিরলেও জয় পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের। রস টেলর (৫*) ও হেনরি নিকলস (৫*) ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। জসপ্রিত বুমরাহর শিকার ১৩ রানে ২ উইকেট।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও ব্যাটিংয়ে ৪৯ রানের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কাইল জেমিসন। দুই টেস্টে ১৪ উইকেট নিয়ে সিরিজ সেরা টিম সাউদি।

Advertisement