ইংল্যান্ডের ওয়েলসে ব্যস্ত সময় কাটালেন স্কটিশ এমপি ফয়ছল চৌধুরী এমবিই

স্কটিশ পার্লামেন্টে লেবার পার্টি থেকে নির্বাচিত প্রথম বাঙালী এমপি মোহাম্মদ ফয়ছল চৌধুরী এমবিই ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে দু’দিনের সংক্ষিপ্ত সফরে এসে ব্যস্ত সময় পার করলেন। ওয়েলস পার্লামেন্ট, কার্ডিফ ক্যাসল, কার্ডিফ শহীদ মিনার পরিদর্শনসহ ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের সংবর্ধনা অনুষ্ঠান ও ডিনার পার্টিতে যোগ দেন তিনি।

ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাবেক প্রেসিডেন্ট দিলাবর এ হুসেইনের পরিচালনায় অনুষ্ঠিত ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত গত ১৫ অক্টোবর এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস পার্লামেন্টের ফার্স্ট মিনিস্টার মার্ক ডাকফোর্ড।
অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান ও কার্ডিফ, সুনডন‌, নিউপোর্ট সোয়ানসি সহ বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। এছাড়াও ওয়েলস পার্লামেন্টে সফরকালে স্কটিশ এমপিকে স্বাগত জানান এসেম্বলি মেম্বার জুলি মরগান।
এদিকে গত ১৬ অক্টোবর কার্ডিফের ইন্টারর্ন্যাশনাল
মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট শহীদ মিনার পরিদর্শনকালে শহীদ মিনার ফাউন্ডার ট্রাস্ট কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্কটিশ এমপি ফয়ছল চৌধুরীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলার দিলওয়ার আলী, কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লা, দিলাবর এ হুসেইন, আলহাজ্ব আসাদ মিয়া, সেলিম আহমেদ, আবুল কালাম মুমিন, মোক্তার আহমদ ,ও গুলশান আলী সহ অন্যান্যরা।
স্কটিশ পার্লামেন্টে লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি মোহাম্মদ ফয়ছল চৌধুরী তাঁর সম্মানে সকল আয়োজনের জন্য কাডিফ তথা ওয়েলসের বাংলাদেশী কমিউনিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংবাদ প্রেরক : বদরুল মনসুর।

Advertisement