ইংল্যান্ডের ডার্বিশায়ারে এক ঘর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের ডার্বিশায়ার শহরের কিলমার্শ এলাকার চান্দুস ক্রিসেন্টের একটি বাড়ি থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে সাতটার দিকে পুলিশ ওই বাড়িতে গিয়ে তাদের উদ্ধার করে। স্থানীয় পুলিশ ঘটনাকে হত্যাকাণ্ড বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং এর সঙ্গে আরো কারো সংশ্লিষ্টতা আছে বলেও মনে করছে না পুলিশ।

পুলিশ এ বিষয়ে আর কোন তথ্য দিচ্ছে না তবে ব্যাপারে কারো কোন তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

 

Advertisement