ইংল্যান্ডের বন্দর এলাকা ডোভারে অভিবাসন বিরোধী র্যালি থেকে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেন্ট পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ডোভার শহরের কেন্দ্রস্থলে অর্ধশতাধিকের বেশি মানুষ অভিবাসন বিরোধী সমাবেশের জন্যে জমায়েত হয়। তখন কারো কারো হাতে ইংল্যান্ডের পতাকা ছিল। তারা র্যালি করে শহরের দিকে এগুতে থাকে। এ সময় শৃঙ্খলা রক্ষায় পুলিশী কাজে বাধা দেওয়ায় চার জনকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় এমপি ন্যাটলি এলফিক এক টুইট বার্তায় অভিবাসন বিরোধী সমাবেশের সমালোচনা করেছেন।
Advertisement