ইংল্যান্ডে খ্রীস্টমাসে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ৪ জন আটক : Four men arrests over ‘alleged UK Christmas terror plot’

ব্রিটবাংলা ডেস্ক : খ্রীস্টমাসে সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ইউকের সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার এলাকা থেকে  ৪জনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। মঙ্গলবার সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিন জনের বয়স ২২, ৩৬ ও ৪১। তাদেরকে শেফিল্ড এলাকার বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চতুর্থ ব্যক্তির বয়স ৩১ বছর। তাকে গ্রেফতার করা হয় চেস্টারফিল্ড এলাকা থেকে। এই অভিযানের নেতৃত্ব দেয় নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম ইউনিট।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম পুলিশের একটি চলমান তদন্তের অংশ হিসেবে অভিযানটির পরিকল্পনা করা হয়।

অভিযানের সময় শেফিল্ডের মিরসব্রুক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম ইউনিটের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয়রা হয়ত অভিযানে কারও বাড়িতে প্রবেশের সময় বড় ধরনের শব্দ শুনতে পেয়েছেন। কিন্তু এটা কোনও বিস্ফোরণ ছিল না। কর্মকর্তারা নিশ্চিত করে জানাতে চান যে, এটা ছিল কারও বাড়িতে প্রবেশের একটি কৌশল।

 

Action has been taken against an alleged Islamist terror plot in the UK that could have happened at Christmas, counter terrorism sources say.
Four men were arrested early on Tuesday in South Yorkshire and Derbyshire.
An Army bomb disposal team cordoned off a street in Chesterfield where a 31-year-old man was arrested. Nearby homes were evacuated.
Three other men aged 22, 36 and 41 were arrested in the Burngreave and Meersbrook areas of Sheffield.
All four suspects were detained on suspicion of being concerned in the commission, preparation or instigation of acts of terrorism under Section 41 of the Terrorism Act 2000.

Advertisement