ইংল্যান্ডে বেড়েই চলছে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমন:চিকিৎসা সরন্জামাদি পাঠানো হচ্ছে ভারতে

ভারতের করোনা রোগিদের জন্যে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে স্কটল্যান্ড এবং ওয়েলস। স্কটিশ সরকারের পক্ষ থেকে পাঠানো এক’শ অক্সিজেন কনসেনট্রেটর এবং চল্লিশটি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার ভ্যানটিলেটর শুক্রবার ভারতে গিয়ে পৌঁছেছে।অন্যদিকে ওয়েলস সরকারের পক্ষ থেকে পাঠানো ছ’শ আটত্রিশটি অক্সিজেন কনসেনট্রেটর এবং তিন’শ একান্নটি ভ্যানটিলেটর চলতি সপ্তাহে ভারতে গিয়ে পৌঁছাবে।ব্রিটিশ ফরেন অফিসের আর্থিক সহযোগিতায় পাঠানো এসব সরঞ্জামাদি ইন্ডিয়ান রেডক্রসের মাধ্যমে ভারতের বিভিন্ন হাসপাতালে বন্টন করা হবে।
উল্লেখ্য ভারতের করোনা রোগিদের চিকিৎসা সহায়তার জন্যে এপ্রিল মাসের শেষ দিকে প্রায় দু’শ ভ্যানটিলেটর এবং চার’শ পঁচানব্বইটি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ব্রিটিশ সরকার। আর চলতি মাসের প্রথম দিকে বিশ্বের সবচাইতে বৃহত একটি মালবাহি বিমানে করে নর্দার্ন আয়ারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আঠারো টন অক্সিজেন জেনারেটর এবং ১ হাজার ভ্যানটিলেটর পাঠানো হয়।এদিকে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমন ঠেকিয়ে রাখতে শনিবারও ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপকহারে করোনা টেস্ট করার পাশাপাশি ভ্যাকসিন প্রদানের গতি বাড়ানো হয়েছে। গ্রেটার ম্যানচেস্টারের রচডেলে টেস্ট বৃদ্ধির পাশাপাশি আঠারো উর্ধ্বদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এদিকে পশ্চিম লন্ডনের অন্তত চারটি বারাতেও ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমন ঠেকাতে ব্যাপকহারে করোনা টেস্ট করা হচ্ছে। এছাড়া সংক্রমনের মাধ্যমগুলো খতিয়ে দেখে নতুন এলাকায় টেস্ট করানোর পাশাপাশি এবং ভ্যাকসিন প্রদানের উপর জোর দেওয়া হচ্ছে।
Advertisement