ইংল্যান্ডে ভারতীয় ভ্যারিয়েন্টের আতঙ্ক; দেরি হতে পারে ২১ জুনের লকডাউন প্রত্যাহার

আগামী সোমবার থেকে ইংল্যান্ডে লকডাউন আরো শিথিল হচ্ছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন ইংল্যান্ডে আগামী ২১ জুন থেকে লকডাউন পুরোপুরি প্রত্যাহারের যে পরিকল্পনা গ্রহন করা হয়েছিলো তা ভারতীয় ভ্যারিয়েন্টের কারনে মারাত্মক বাধার সৃস্টি হতে পারে।তিনি বলেন, যদি এই ধরনটি উল্লেখ্যযোগ্য হারে সংক্রমনযোগ্য হিসেবে পাওয়া যায় তবে কঠোর বিধিনিষেধের মুখোমুখি হতে হবে বাসিন্দাদের।ভারতীয় নতুন ধরনের বিপদজনক করোনা ভাইরাসের কারনে ব্রিটেনে ৫০ উর্ধদের মধ্যে কিছু মানুষকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ১২ সপ্তাহের পরিবর্তে ৮ সপ্তাহের মধ্যে দেয়া হবে।ইংল্যান্ডের জাতীয় পরিসংখ্যানের হিসেব মতে গত সপ্তাহে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দ্বিগুন বৃদ্ধি পেয়েছে।এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষের দেহে এই ধরন ধরা পড়েছে, যাদের সংস্পর্শে ছিলো আরো ১৪ হাজার মানুষ।যার কারনে ইংল্যান্ডের ১৫টি এলাকায় ব্যাপক হারে করোনা পরিক্ষা করোনা ব্যবস্থা গ্রহন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন বোল্টন, ব্ল্যাকবার্ন, লন্ডন, সেফটন এবং নটিংহাম।গত সপ্তাহে আক্রান্ত হয়েছিলেন ৫২০ জন, আর এ সপ্তাহে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩১৩ জন।এদিকে ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছেন ২,১৯৩ জন।

Advertisement