ব্রিটবাংলা ডেস্ক : শহর থেকে শুরু করে মফস্বলের সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের পাকড়াওয়ের উদ্দেশ্যে পুরো ব্রিটেনজুড়ে ১৭ মে থেকে সপ্তাহব্যাপি অভিযান চালিয়ে কাউন্টি লাইন মাদক পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অন্তত ১ হাজার ১ শ জনকে গ্রেফতার এবং ২শ ৯২টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩৩টি আগ্নেয়াস্ত্র এবং ২১৯টি ছুরি। এছাড়াও জব্দ করা হয়েছে প্রায় ৮০টি মোবাইল সেট। উদ্ধার করা হয়েছে প্রায় ৫শ কেজি কোকেইন এবং ১৭ কেজি হেরোইন।
পুলিশ জানিয়েছন, মফস্বলে বা দেশের প্রত্যন্ত এলাকায় টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে অবৈধ মাদক বিক্রি করে থাকে সংঘবদ্ধ চক্র। এ জন্যে এই চক্রকে কাউন্টি লাইন মাদক পাচারকারী চক্র বলা হয়ে থাকে। আর মাদক পাচারের ক্ষেত্রে ছোট্ট শিশুদেরও ব্যবহার করে থাকে এই চক্রটি।
জাতীয় পুলিশ কাউন্সিল জানিয়েছে, বর্তমানে ব্রিটেনে প্রায় ৬শ টি সক্রিয় কাউন্টি লাইন ড্রাগ গ্যাং রয়েছে। দু বছর আগে এর সংখ্যা ছিল প্রায় ২ হাজার।
সপ্তাহব্যাপি এই অপারেশনে প্রায় ৯শ বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মাদক পাচারকারীদের কবল থেকে প্রায় ১১৩৮ জন অসহায় ভুক্তভোগিকে উদ্ধার করে পুলিশ।
এই অভিযানে বিপুল পরিমান মাদকও উদ্ধার করে পুলিশ। লন্ডনের একটি শপিং সেন্টার থেকে প্রায় ৫শ কেজি কোকেইন উদ্ধার করে পুলিশ।