ইংল্যান্ডে হাউস নির্মাণে সরকারকে ঋণ নেওয়ার কথা বললেন কমিউনিটি সেক্রেটারী : Borrow more to boost building, says Sajid Javid

ব্রিটবাংলা রিপোর্ট : ইংল্যান্ডের হাউস সংকট সমাধানে সরকারকে প্রয়োজনে অর্থ ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন কমিউনিটি সেক্রেটারী সাজিদ জাভিদ। বছরের অন্তত ৩শ হাজার নতুন হাউসি নির্মাণের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। রোববার বিবিসির এন্ড্রোমার শোতে এসে এসব কথা বলেন কমিউনিটি সেক্রেটারী। কমিউনিটি সেক্রেটারী জানিয়েছেন, বছরে অন্তত ৩শ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন। ১৯৬০ সালের দিকে এই লেভেলে নতুন নির্মাণ হয়েছিল ইংল্যান্ডে।
১৯৫০ সালে তৎকালিন সরকার হাউসিং সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাইভেট এবং কাউন্সিল মিলে বছরে প্রায় ৩শ হাজার নতুন বাড়ি নির্মাণ করেছিল। ২০১০ সালে ক্ষমতায় আসার পর হাউসিং সমস্যা সমাধানের লক্ষ্য বাড়ি কেনার ক্ষেত্রে কিছুটা সহনীয় নীতি নিয়ে এসেছিল ডেভিড ক্যামরন। কিন্তু সেই টার্গেট পুরণে সক্ষম হয়নি সরকার।
আগামী মাসে বাজেট দিবেন চ্যান্সেলার ফিলিপ। বাজেটে হাউসিং সংকট সমাধানে নতুন বিনিয়োগের ঘোষণা আসতে পারে।

Borrow more to boost building, says Sajid Javid

The government should borrow money to fund the building of hundreds of thousands of new homes, a cabinet minister says.

Communities Secretary Sajid Javid said taking advantage of record-low interest rates “can be the right thing if done sensibly”.

Housing charity Shelter said his comments suggested the government was “going in the right direction”.

Labour said spending on new affordable homes had been “slashed” since 2010.

It comes as Mr Javid launched an eight-week review of housing, in which he has called on the industry to offer solutions to the home-buying and selling process.

He said between 275,000 and 300,000 homes a year – a level of house-building not seen since the 1960s – were needed in England alone to help tackle the shortage in affordable housing.

“We are looking at new investments and there will be announcements,” he said, saying these would come in next month’s Budget.

Advertisement