ইংল্যান্ডে কেয়ার হোম স্টাফদের জন্যে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। একে স্পর্শকাতর এবং যুক্তিসঙ্গত পদক্ষেপ বলে উল্লেখ করেছেন হেলথ সেক্রেটারী মেট হ্যানকক। পরিকল্পনাটি পার্লামেন্টে অনুমোদনের পর ১৬ সপ্তাহের ভেতরে কেয়ার হোমের স্টাফরা দুটি ডোজ ভ্যাকসিন গ্রহণের সুযোগ পাবেন। এতে কেউ অপরাগতা প্রকাশ করলে তাদেরকে ফ্রন্ট লাইন সার্ভিস থেকে সরিয়ে নেওয়া হবে অথবা তারা চাকুরীও হারাতে পারেন।এদিকে কেয়ার সংগঠনগুলোর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে ভ্যাকসিন বাধ্যতামূলক করার ফলে নির্ধারিত কিছু সংকট তৈরী হবে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য একটি হবে স্টাফ সংকট। এমনিতেই এই সেক্টরে পর্যাপ্ত পরিমান স্টাফ নিয়োগে বেগ পেতে হয় সংগঠনগুলোকে।
Advertisement