ইইউ নাগরিকদের ব্রিটিশ নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে সরকার : EU citizens will pay £65 to apply for ‘settled status’ in UK

ব্রিটবাংলা ডেস্ক : ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে কোনো দেশের নাগরিককে ব্রেক্সিটের পর ইউকেতে স্থায়ীভাবে বসবাসের জন্যে ৬৫ পাউন্ড ফি পরিশোধ করে আবেদন করতে হবে। বড়দের জন্যে ৬৫ পাউন্ড  এবং ১৬ বছরের নীচের বয়সী শিশুদের জন্যে ৩২ দশমিক ৫০ পেন্স ফি হিসেবে এককালিন পরিশোধ করতে হবে। তবে মা-বাবা বা অন্য কারো অধিনে থাকা শিশুদের আবেদনের জন্যে কোন ধরনের ফি লাগবে না। দশ বছরের উপরে যেসব আবেদনকারীর বয়স তাদের ডাটাবেইস চেক করবে পুলিশ। এছাড়া যারা ইতোমধ্যে পার্মানেন্ট বা লিভ টু রিমেইনের প্রসেসে আছেন, কোনো ধরনের ফি ছাড়াই তাদের আবেদন ডিল করবে হোম অফিস।

ইউকেতে অবস্থানরত প্রায় ৩ দশমিক ৪ মিলিয়ন ইইউ সিটিজেনের অবস্থা ব্রেক্সিটের পর কি হবে, তা স্বচ্ছতার অংশ হিসেবেই হোম সেক্রেটারী সাজিদ জাভিদ ইইউ নাগরিকদের জন্যে নতুন এই ফিস নির্ধারণ করে দিয়েছেন। সরকারী পরিল্পনায় বলা হয়েছে, ২০২০ সাল পর্যন্ত যেসব ইইউ সিটিজেন ইউকেতে প্রবেশ করবেন, ব্রেক্সিটের পর তাদেরকে ইউকেতে বসবাসের সুযোগ দেওয়া হবে তবে তাদেরকে অবশ্যই হোম অফিসের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। অর্থাৎ ২০২০ সালের ৩১শে ডিসেম্বরের ভেতরে যেসব ইইউ সিটিজেন ইউকেতে প্রবেশ করেছেন তাদেরকে পাঁচ বছরের জন্যে  অস্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে। এরপর তারা স্থায়ীভাবে ব্রিটিশ নাগরিকত্বের জন্যে আবেদন করতে পারবেন তবে তাদেরকে অবশ্যই তিনটি শর্ত মানতে হবে। ১. তারা কোন দেশ থেকে এসেছেন সেই পরিচয়পত্র দেখাতে হবে। ২. ইউকেতে তারা যে পাঁচ বছর স্থায়ীভাবে বসবাস করেছেন, তার প্রমাণ এবং ৩. কোনো ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা নেই তার প্রমাণ দেখাতে হবে।

ইমিগ্রেশন মিনিষ্টার জানিয়েছেন, চলতি বছরের শরতকাল থেকে ইইউ নাগরিকদের ব্রেক্সিট পরবর্তী ইইউ নাগরিকদের ব্রিটিশ নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এই প্রজেক্টের অধিনে ২০২১ সালের ৩০ জুনের ভেতরে আবেদন করা যাবে। প্রায় ১৫শ হোম অফিসার এই প্রজেক্টের জন্যে কাজ করবে।

 

The government today confirmed the application fee EU citizens will have to pay if they want to stay in Britain after Brexit.

EU citizens who live in the UK will pay a one-off charge of £65, or £32.50 for children under 16, to apply for ‘settled status’.

Children in care will have their applications handled for free.

Those who already have permanent residence or indefinite leave to remain documents will also be processed for free.

The confirmation today came as the government unveiled more details of its arrangement for 3.4million EU citizens who already live in the UK.

All EU citizens already in Britain by the end of 2020 will be allowed to stay, but only once they undergo a process with the Home Office.

Those who have been in the country for five years can apply for “settled status” – meaning they are free to continue living and working in the UK.

People who arrive by December 31, 2020, but do not have five years’ residence, can apply for “pre-settled status”.

That will allow them to stay until they reach the five-year mark, at which they will then apply again for settled status.

Home Secretary Sajid Javid said the EU Settlement Scheme would be “simple and straightforward” adding: “We will be looking to grant, not for reasons to refuse.”

All applicants will have to fulfil three conditions – proving their identity, showing they are resident in the UK, and declaring any criminal convictions.

All those over the age of 10 will be checked against police databases and watch lists.

Immigration minister Caroline Nokes insisted the “overwhelming majority” of people will be allowed to stay, adding: “We are not concerned here with minor offences.”

The Home Office – which has presided over bungles including the Windrush scandal – immediately faced questions about whether it will process enough people in time.

Some 1,500 Home Office staff will work on the project when it rolls out from Autumn this year – double the current number.

But Ms Nokes insisted: “We are not anticipating failure.”

The scheme will close to applications on 30 June 2021.

Advertisement