যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এস এস সি উত্তীর্ণ সহপাঠীদের সমন্বয়ে গঠিত “ইউকে ৯৪” ফেইসবুক গ্রুপের উদ্যোগে পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পার্কে গত ২৯শে মে শনিবার উদযাপিত হলো ইউকে ৯৪ এর ২য় পুনর্মিলনী অনুষ্ঠান।সরকার নির্ধারিত সামাজিক দুরুত্ব বজায় রেখে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রায় শতাধিক বন্ধুদের পরিবারবর্গ।
সারাদিনব্যাপী চলমান এই ঝাকঝমকপূর্ণ অনুষ্টানমালার মধ্যে ছিল নতুন বন্ধুদের প্রত্যেককে স্বপরিবারে বরণ,
যুক্তরাজ্যে বেড়ে উঠা এ প্রজন্মের ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন, সেই সাথে ছিল সুস্বাদু মধ্যাহ্ন ভুজন।পাশাপাশি গান, কবিতা ও আড্ডায় ভরপুর এই চমৎকার আয়োজনে প্রত্যেক বন্ধুরা তাদের নিজনিজ স্কুলের অতীতের স্মৃতিচারন করেন। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিলো যুক্তরাজ্যের বাঙালি পাড়ার অত্যন্ত সূপরিচিত মূখ পেশাদার ফটোগ্ৰাফার ও ৯৪ সহপাঠী বন্ধু নাহিদ জায়গিরদারের নিপুণ হাতের ক্যামেরার ঝলকানি। দিনের শেষে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথেসাথে একে অন্যের কাছ থেকে আবেগঘন বিদায়ের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে একটি সুন্দর ও সফল পুনর্মিলনী অনুষ্ঠানের। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন “ইউকে ৯৪” গ্রুপের বন্ধুরা।
“ইউকে ৯৪” এর ২য় পুনর্মিলনী উদযাপিত
Advertisement