ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের সহায়তা দেবে যেসব নম্বর

ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু করেছে পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং মলদোভার বাংলাদেশ মিশন। যোগাযোগ, ভ্রমণ ও স্থানান্তরের জন্য জরুরি সাহায্য পাওয়া যাবে এসব নম্বরে কল করে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব নম্বর জানানো হয়েছে।যাদের স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে সাহায্য প্রয়োজন তাদের অস্ট্রিয়া, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান (+৪৩৬৮৮৬০৩৪৪৪৯২) এবং জুবায়দুল এইচ চৌধুরীর (+৪৩৬৮৮৬০৬০৩০৬৮) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।রোমানিয়া ও মলদোভাতে সাহায্যের জন্য রোমানিয়া বাংলাদেশের দূতাবাসের মীর মেহেদী হাসানের +৪০ (৭৪২) ৫৫৩৮০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।পোল্যান্ডের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ওয়ারশ মাসুদুর রহমান (৪৮৭৩৯৫২৭৭২২), মাহবুবুর রহমান (+৪৮৫৭৯২৬২৪০৩), ফারহানা ইয়াসমিন (৪৮৬৯০২৮২৫৬১), বিল্লাল হোসেন (+৪৮৭৩৯৬৩৪১২৫) এবং রাব্বানির (+৪৮৬৯৬৭৪৫৯০৩) নম্বরে।

Advertisement