ব্রিট বাংলা ডেস্ক :: ইউরো ২০২০ আসরের ‘গ্রুপ অফ ডেথ’-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে রয়েছে গতবারের রানার্সআপ ফ্রান্স এবং তিনবারের শিরোপা জয়ী জার্মানি। তিনটি দল লড়বে ‘এফ’ গ্রুপে। চতুর্থ দল হিসেবে তাদের সঙ্গে যুক্ত হবে প্লট ‘এ’-এর প্লে অফ জয়ী দল। রোমানিয়ার বুখারেস্টে শনিবার প্রতিযোগিতাটির ড্র অনুষ্ঠিত হয়। আগামী বছরের ১২ই জুন পর্দা উঠবে ইউরোসেরার লড়াইয়ের। ২৪ দলের অংশগ্রহণে মাসব্যাপী এই ফুটবল-যজ্ঞের ইতি ঘটবে ১২ই জুলাই ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালের মধ্য দিয়ে। ইউরোপের ১২ দেশের ১২টি শহরে হবে ইউরোর ষোড়শ আসর।
এবারের ইউরো বাছাইপর্ব শেষ হয় ২০ই নভেম্বর। সেখান থেকে নিশ্চিত হয় টুর্নামেন্টের ২০ দল।
আগামী বছরের মার্চে শুরু হবে এর প্লে অফ রাউন্ড। সেখান থেকে নিশ্চিত হবে বাকি ৪ দল। গত বছরের রাশিয়া বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি এবার সবকটি ম্যাচ জিতে মূলপর্বে জায়গা করে নেয়। ড্রতে ‘এ’ গ্রুপে জায়গা করে নেয় দলটি। তাদের সঙ্গী হয়েছে তুরস্ক, ওয়েলস ও সুইজারল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে বাছাইপর্বে শতভাগ সফল হওয়া বেলজিয়াম। এবারের বাছাইপর্বে সর্বোচ্চ ৪০ গোল করা দলটির সঙ্গী হয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়া। ‘সি’ গ্রুপে শক্তিশালী নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হবে ইউক্রেন, অস্ট্রিয়া ও প্লে অফ ‘ডি’ জয়ীকে। আর ‘ডি’ গ্রুপে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক ও প্লে অফ ‘সি’ জয়ী। তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের সঙ্গী সুইডেন, পোল্যান্ড ও প্লে অফ ‘বি’ জয়ী।
কে কোন গ্রুপে
গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড।
গ্রুপ বি ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম ও রাশিয়া।
গ্রুপ সি নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে অফ ‘ডি’ জয়ী।
গ্রুপ ডি ইংল্যান্ড,ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, প্লে অফ ‘সি’ জয়ী।
গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, প্লে অফ ‘বি’ জয়ী।
গ্রুপ এফ: পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, প্লে অফ ‘এ’ জয়ী।