ইট আউট টু হেল্প আউট স্কীমে ১৩০ মিলিয়ন মিলের আবেদন জমা পরেছে

মো: রেজাউল করিম মৃধা ॥ করোনাভাইরাস মহামারি বৃটেনের অর্থনৈতিক চাকা সচল করতে ইট আউট টু হেল্প আউট স্কীমের ঘোষনা করে সরকার। পুরো আগস্ট মাসের সোম, মঙ্গল এবং বুধবার সপ্তাহের তিন দিন রেস্টুরেন্ট এসে খেলে শতকরা ৫০ পারসেন্ট ডিস্কাউন্ট ঘোষনার সাথে সাথে রেস্টুরেন্টগুলিতে খাবারের জন্য মানুষ হুমরী খেয়ে পড়ে। এই স্কীমের জন্যে  রেস্টুরেন্ট, পাব, বার সহ সরকারের নিয়ম অনুযায়ী ৮৪৭০০ খাবারের দোকান তালিকা ভুক্ত হয় ।
তালিকা ভুক্ত খাবারের দোকানে খেলে এক এক জন কাস্টমার খাবার শেষে ১০ পাউন্ড ডিস্কাউন্ট দেওয়া হয়। এই এই ১০ পাউন্ড সরকার ভূর্তকী দিচ্ছে।

প্রতি মিল ১০ পাউন্ড ধরে সরকারের কাছে ৫২২ মিলিয়ন পাউন্ডের ক্লেইম জমা পরেছে। সরকার যদিও ৫০০ মিলিয়নের বাজেট রেখেছিলো সেই বাজেট অতিক্রম করেছে। ১৩০ মিলিয়ন মিল জমা পরেছে।

বৃটিশ চ্যান্সেলার ঋশি সুনাক বলেছেন, ৫২২ মিলিয়নের ক্লেইম আমরা পেয়েছি এটি একটি সাকসেসফুল প্রজেক্ট। শতকরা প্রায় ৮০ পারসেন্ট হসপিটালিটি অচল অবস্থার সৃস্টি হয়েছিলো কিন্তু এই প্রজেক্টের ফলে আবার স্বচল হতে শুরু করেছে। গত এপ্রিল থেকে ১.৪ মিলিয়ন ওয়ারকার ফারলো তে ছিলো এখন তারা আবার কাজে ফেরার সুযোগ পাবে।

কাস্টমারদের অভুত সারা পেয়ে বৃটিশ সরকার হয়তো এই প্রজেক্ট মাসে ২/১ করে ধারা বাহিকভাবে করার পরিকল্পনা নিতে পারে।

Advertisement