শনিবার ইষ্ট লন্ডনের ব্লুমুন হলে ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিলে এবার বিশ্ব মুসলিম ও রোহিঙ্গা মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা সেই সাথে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের জন্য ফান্ড রাইজিং করে অর্থ Montada Aid এর হাতে হস্তান্তর করা হয়।
ওয়াজ মাহফিল সংগঠনের সভাপতি আলহাজ সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম মৃধার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
ওয়াজ করেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রিন্সিপাল খতিব টিভি ওয়ান এর ডিরেক্টর শেইখ আব্দুর রহমান মাদানী,মোনতাদা এইড এর হেড অব রিসার্চ ও ডেভোলেপমেন্ট ডঃ তুহিনুল ইসলাম খলিল,বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক,মাওলানা নাসির উদ্দিন ও মাওলানা শামীম আহমেদ।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রোহিঙ্গা অধিবাসী মোঃখোরশেদ আলম,এ কে এম আবু তাহের চৌধুরী,ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ,কাউন্সিলার মোঃশাহ্ আলম,বার্কিং ডেগেনহ্যাম এর লেবার চেয়ার ফয়জুর রহমান,প্রবাসী জালালাবাদ সংগঠনের সভাপতি আশিকুর রহমান,মনির মাহমুদ,সিহাবুজান কামাল সহ আরো অনেকে।
সংগঠনের পক্ষথেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খন্দকার কামাল খোকন,সহ-সভাপতি মোঃআবুনোমান,সহ-সভাপতি শামীনা নাসরিন বাবলী,সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল তালুকদার,কোষাধ্যক্ষ আহমেদ মহিউদ্দীন টুটুল,প্রচার সম্পাদক মোক্তার হোসেন,ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান খান টি পু,মহিলা সম্পাদীকা শামসুন্নাহার শিল্পী,আন্তরজাতিক বষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন মাহাবুব,কর্যকরি পরিষদ সদস্য জয় ইসলাম মনির।সন্মানীত সদস্য মুকিম উদ্দিন মুরাদ,মিয়া মামুন,এডভোকেট মেহেরুন্নেছা,মুনা আহমেদ ও শফিকুল আলম।
আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সন্মানিত উপদেষ্টা মহসিন শিকদার বাবুল,জহিরুল ইসলাম,আনিসুর রহমান আনিস,মোঃশাহ্ আলম হাবিব ও মোঃআইয়ুব আলী ভূইয়া।
ওয়াজ মাহফিলে বক্তারা নামাজের গুরুত্ব,কোরআনের গুরুত্ব,বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য,বাবা ও মার সন্তানদের প্রতি দায়িত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন।
সব শেষে মুসলিম বিশ্বের শান্তি এবং রোহিঙ্গা মুসলিমদের শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন শেইখ আব্দুর রহমান মাদনী।
ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং ভবিষ্যতেও আরো ব্যাতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করবেন।