ইতালীতে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল আযহা পালিত

এমডি রিয়াজ হোসেন, ইতালী : যথাযথ মর্যাদায় ইতালীতে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিএ ঈদ উল আযহা পালিত হয়েছে। ইউরোপে একাধিক সন্রাসী হামলার কারনে ইতালীতে এ বছর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঈদেরর জামাত আদায় করেন প্রবাসী বাংলাদেশীরা। রোমের ক্লোসিয়ামের খোলা মাঠে ঈদের জামাতের অনুমতি দিলেও পরবর্তীতে নিরাপত্তার অজুহাত দেখিয়ে তা বাতিল করেন প্রশাসন। ইতালীতে ত্রিশটি স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।


ঈদের সব জামাতে ছিল উপচেপড়া ভিড়। এসব জামাতে বাংলাদেশি ছাড়াও অন্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিপুলসংখ্যক বাংলাদেশি নারীও ঈদের নামাজ আদায় করে পরস্পর ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। বাংলাদেশ সমিতির আয়োজনে পিয়েচ্ছা ভিত্তোরিওতে কেন্দ্রীয় ঈদ গা মাঠ ছাড়াও কর্নেলিয়া মেট্রো সংলগ্ন , লার্গো প্রেনেসতিনা, তুসকোলনা, সেন্তসেল্লে, তরপিনাতারা, একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।


পৃথিবীর সব দেশেই ঈদুল ফিতর বা রোজার ঈদ জাঁকজমক করে উদযাপন করা হলেও ঈদুল আজহার আনন্দে একটু ভাটা পড়ে। ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে প্রতিটি দেশের ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিয়ে থাকেন। তবে প্রবাসে কোরবানি দেন দেশের পরিবার পরিজনের কাছে। একেক দেশে একেকভাবে পালিত হয় কোরবানির ঈদ। তবে ইউরোপ ও আমেরিকার ঈদ বাংলাদেশ বা উপমহাদেশের অন্যান্য দেশের মতো তেমন আড়ম্বরপূর্ণ হয় না। এ বছর ঈদের জামাতে বাংলাদেশ সমিতির সভাপতি জি এম কিবরিয়া, পিয়েচ্ছা ভিত্তোরিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু লার্গোপ্রেনেসতিনা, ইতালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, তুসকোলনা, প্রধান নির্বাচন কমিশনার কেএম লোকমান হোসেন পিয়েচ্ছা ভিত্তোরিও নির্বাচন কমিশন সচিব আলী আম্বর আশরাফ , তরপিনাতারা কাচা বাজার সংলগ্ন , ইতালী বিএনপির নির্বাচিত সভাপতি তাইফুর রহমান ছোটন, তরপিনাতারা, ইতালী বিএনপির সভাপতি আঃ রাজ্জাক, পিয়েচ্ছা ভিত্তোরিও ইতালী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক খন্দকার নাসীর উদ্দিন , তুসকোলনাতে ঈদের জামাত আদায় করেন। এ দিকে ইউরোপের সাংবাদিক নেতা মনিরুজ্জামান মনির এবং খান রিপন তরপিনাতারায় নামাজ আদায় করেন। কর্নেলিয়ায় ঈদের জামাত শেষে প্রবাসী মোঃ সোলেমান দম্পতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন দেশে আপনজন রেখে ঈদ করা কষ্টের হলেও এই কষ্ট মেনে নিয়েই ঈদের নামাজ পরলাম। প্রবাসী শেখ মামুন বলেন আসুন এই উৎসবকে সামনে রেখে দেশের বন্যা কবলিত মানুষের পাশে দাড়াই। কর্নেলিয়া ঈদের নামাজ শেষে বন্যা কবলিত মানুষের সাহায্যর্থে অর্থ উত্তোলন করা হয়।

Advertisement