আগামী ১৪ এপ্রিল ইতালীর ভেনিসে অনুষ্ঠিত হতে যাওয়া ইতালী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড-২০১৯ সফল করার লক্ষ্যে মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলা কাগজ।
গত ২২ এপ্রিল মিলানের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ইতালী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০১৯ এর চীফ কো অর্ডিনেটর ও বাংলা কাগজের ডাইরেক্টর আব্দুল এম চৌধুরী সুমনের নেতৃত্বে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল যোগ দেন।
মতবিনিময় সভায় ইতালী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড – ২০১৯ এর বিভিন্ন বিষয়ে নানা তথ্য প্রদান করে বক্তব্য রাখেন যুক্তরাজ্য থেকে যাওয়া বাংলা কাগজেরে প্রতিনিধি দলের সদস্য বাংলা কাগজের নির্বাহী সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি রিয়াদ আহাদ,বাংলা কাগজের বার্মিংহাম ব্যুরো প্রধান ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম এবং বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি চ্যানেল আই ইউরোপের লোকমান হোসেন কাজী। বাংলা কাগজের ইতালী ব্যুরো প্রধান নাজুমল হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় যোগ দিয়ে মিলানের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ তাঁদের পরামর্শ প্রদান করে প্রথবারের মতো ইতালীর ভেনিসে অনুষ্ঠিত হতে যাওয়া ইতালী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড – ২০১৯ এর সফলতা কামনা করে সর্ব্বোচ্চ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় ইতালী বাংলাদেশী কমিউনিটির লুকায়িত প্রতিভাদের খুঁেজ বের করে কমিউনিটির নানা উন্নয়নে অবদান রাখাদের এওয়ার্ড ও সম্মাননা প্রদানের কথা জানানো হয়।
মতবিনিময় সভায় মিলান বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি জাকির হোসেন,মুক্তিযোদ্ধা আশরাফ আলম,কুমিল্লা সমিতির সাবেক সভাপতি শাহ আলম,সিলেট সমিতির সাবেক সভাপতি জামিল আহমেদ,ঢাকা সমিতির উপদেষ্টা চঞ্চল রহমান,নোয়াখালী সমিতির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম,মৌলভীবাজার জেলা সমিতির উপদেষ্টা শামসুজ্জামান চৌধুরী,বাংলা প্রেসক্লাব মিলানের সভাপতি এ কে রুহুল সান,নবীগঞ্জ এসোসিয়েশনের সাবেক সভাপতি মামুন সাচ্চু,দিরাই সমিতির সাবেক সম্পাদক রিপন আহমেদ,সাংবাদিক খন্দকার ফেরদৌসী আক্তার পলি প্রমূখ।