ইনিংসের শুরুতেই তামিম-সাকিবের বিদায়

কী দারুণ শুরুই না করেছিলেন তামিম ইকবাল। এক ওভারেই এসেছিল ১৫ রান। কিন্তু এমন উড়ন্ত শুরুর পরই আউট হয়ে গেলেন তামিম ইকবাল। ৬ বলে ৩ চারে ১৫ রান করে চামিরার বলে আউট হয়ে গেছেন তিনি। বেশি সময় নিলেননা সাকিব। রানের খাতা না খুলতেই সেই চামিরার বলেই তামিমের পথ ধরলেন তিনি। খেলেছেন মাত্র তিন বল।

Advertisement