ব্রিট বাংলা ডেস্ক :: সম্প্রতি জাতিসংঘের অধিবেশনে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে ধুয়ে দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। তাতে ভারতীয় ক্রিকেটাররা ইমরানের ওপর বেজায় চটেছেন। তার সমালোচনা করেন স্পিনার হরভজন সিংও। সবার মতো তিনি দাবি করেন, ওই ভাষনের মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শান্তির বদলে যুদ্ধের হুমকিই দিয়েছেন। হরভজনের কথার জবাব দিতে গিয়ে পাকিস্তানের জনপ্রিয় নায়িকা বীনা মালিক টুইট করেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান তার ভাষণে শান্তির কথাই বলেছেন। তিনি বলেছেন বাস্তবতার কথা। কারফিউ ওঠে গেলে নিশ্চিতভাবে কাশ্মীরে ভয়াবহ পরিস্থিতির সঙ্গে যে রক্তবন্যা বইয়ে যাবে। তিনি বাস্তবতাই বলেছেন।
পরিষ্কারভাবেই উল্লেখ করেছেন, এটা কোনো হুমকি নয়। এটা আশঙ্কা। হরভজন সিং, আপনি কি ইংরেজি বুঝেন না?’ কিন্তু বীণা ভুলবশত ‘নিশ্চিতভাবে’ শব্দটির ইংরেজি ‘সিউরলি’ লিখতে গিয়ে একটি ‘ই’ মিস করে ফেলেন। শব্দটি হয়ে যায় ‘সারলি’। হরভজন সেই ভুলটিই ধরেছেন। জবাবে এ স্পিনার লেখেন, ‘আপনি সারলি দিয়ে কি বুঝাতে চাইছেন? ওহ, এটা কি সিউরলি? তাদের ইংরেজির লেভেল দেখুন। আগামীবার চেষ্টা করবেন ভালোভাবে লেখার। আর ইংরেজিতে কিছু লিখে পোস্ট আগে অবশ্যই পড়ে নেবেন।’