ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারে সাত বছর ধরে একটি মেয়েকে ধর্ষণ এবং যৌন হয়রানীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২৯ জন পুরুষকে অভিযুক্ত করেছে পুলিশ। ২০০৩ সাল থেকে ২০১০ সালের ভেতরে কলডারডেল এবং ব্রাডফোর্ড এলাকায় মেয়েটির উপর বর্বরতা চালানো হয়। ১৩ বছর বয়স থেকে ২০ বছর বয়স পর্যন্ত মেয়েটিকে এই পাষবিকতা সইতে হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আগামী ৭ এবং ৯ জুলাই ব্রাডফোর্ড কোর্টে হাজির করার কথা রয়েছে। সন্দেহভাজন আরো ৮ জনকে মামলা তদন্তকালিন অবস্থায় গ্রেফতারের পর কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দিয়েছে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সবাই মুসলিম। অভিযুক্ত হলেন আসাদ আলী, বয়স ৩৭ বছর। আজমল আজীজ, বয়স ৩৯ বছর। মোহাম্মদ জাহাঙ্গির, বয়স ৪৪ বছর। মোহাম্মদ আসিফ, বয়স ৩৬ বছর। হারিস আহমদ বাট, বয়স ৩৭ বছর। তৌকির বাট, বয়স ৩৬ বছর। মৌতাসিম খান, বয়স ৪০ বছর। মোহাম্মদ হামজা, বয়স ৪৭ বছর। মহসিন মীর, বয়স ৪০ বছর। জাভিদ মীর, বয়স ৩৮ বছর। হারুন সিদ্দিকী, বয়স ৩৭ বছর। জাহির ইকবাল, বয়স ৪১ বছর। সারফরাজ রাবনাওয়াজ। বয়স ৩৫ বছর। ওয়াজিদ আদালত, বয়স ৪৩ বছর। সাজ্জাদ আদালত, বয়স ৪৫ বছর। নাজিম হোসাইন, বয়স ৪৩ বছর। নাদিম সিদ্দীক, বয়স ৪৩ বছর। সাকোয়াব হোসাইন, বয়স ৪৩ বছর। সাদাকাত আলী, বয়স ৪৮ বছর। জিয়ারাব মাহমুদ, বয়স ৪৮ বছর। ইমরান রাজা ইয়াসিন, বয়স ৪১ বছর। জুলফিকার আলী, বয়স ৪০ বছর। মালিক আবিদ কাদির, বয়স ৬৪ বছর। কামরান আমিন, বয়স ৪৫ বছর। মোহাম্মদ আখতার, বয়স ৫১ বছর। আলি জুলফিকার, বয়স ৩৮ বছর। শাফিক আলী রাফিক, বয়স ৪০ বছর। আমির শাবান, বয়স ৪৫ বছর। সাকিব নাজির, বয়স ৩৬ বছর।
অভিযুক্তদের মধ্যে ২১ জন হ্যালিফ্যাক্সের বাসিন্দা। বাকীরা ব্রাডফোর্ড, ডিউসবারী এবং ব্রিগহাউসের বাসিন্দা।
ইয়র্কশায়ারে এক মেয়েকে ধর্ষণের অভিযোগে ২৯ জন মুসলিম পুরুষ অভিযুক্ত
Advertisement