ব্রিট বাংলা ডেস্ক : ইরাকে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন জোটের তাজি সামরিক ঘাঁটিতে ৩টি রকেট হামলার ঘটনা ঘটেছে।
শনিবার রাত সোয়া ৯টার দিকে বাগদাদ বিমানবন্দরের কাছে ওই মার্কিন সামরিক জোটের ঘাঁটিতে হামলা চালানো হয়।খবর আরব নিউজের।
হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে।
এ নিয়ে গত এক সপ্তাহে মার্কিন বাহিনীর ওপর পাঁচবার হামলার ঘটনা ঘটলো।এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হমলাটি হয়েছে কুয়েত সীমান্তের কাছে।
মার্কিন সামরিক বাহিনীর জন্য রসদ সরবরাহ করার সময় তাদের একটি সামরিক বহরে ভয়াবহ হামলা চালানো হয়।
এসব হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরানের সশস্ত্র সিয়া গোষ্ঠীকে এ জন্য দায়ী করছে যুক্তরাষ্ট্র।
Advertisement