ব্রিট বাংলা ডেস্ক :: কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির দাফনের সময় পদদলিত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৫৬। মঙ্গলবার তাকে দাফন করা হয় ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে। গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র। তাকে হারানোর বেদনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ইরান। ইরাক, ইরান দুই দেশেই তার প্রতি প্রদর্শন করা হয় সম্মান। ইরানে যেমন, তেমনি ইরাকে তার জানাজা ও শ্রদ্ধা প্রদর্শনে নামে মানুষের ঢল। মঙ্গলবার তাকে দাফন করা হয় কেরমানে। সেখানে অকল্পনীয় মানুষের সমাগম হয়।
ফলে পদদলনের ঘটনা ঘটে। অনলাইন আল জাজিরার মতে, ইরানের রাষ্ট্রীয় টিভি বলেছে, এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৫৬। আহত হয়েছেন কমপক্ষে ২০০ মানুষ। এর আগে দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেন কুলিভান্দ বলেছিলেন, অতিরিক্ত মানুষের ভিড়ে পদদলিত হয়ে আহত হয়েছেন ১৯০ জন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্রাণহীন দেহ পড়ে আছে রাস্তার ওপর। অন্যরা তাদেরকে সাহায্য করার জন্য আর্ত চিৎকার করছেন।