ব্রিট বাংলা ডেস্ক :: ইরাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে ইসরাইলে হামলা করবে হিজবুল্লাহ। ইরানের বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জেরুজালেম পোস্ট। মঙ্গলবার দিবাগত রাতে ইরানের রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা করে। এরপর আইআরজিসি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে। তাতে বলা হয়েছে, অপরাধমুলক কর্মকান্ডে যুক্তরাষ্ট্র থেকে আলাদা করে দেখা হবে না জায়নবাদী ইসরাইলকে। এতে আরো বলা হয়, আমরা প্রচন্ড শয়তান, রক্তপিপাসু ও অহংকারী মার্কিন শাসকদের সতর্ক করে দিচ্ছি। যদি ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো হয়, তাহলে আরো বেদনাময় ও কঠোর জবাব দেয়া হবে। ওদিকে আইআরজিসে তাদের টেলিগ্রাম চ্যানেলে সতর্কতা দিয়ে বলেছে, যদি ইরানের মাটিকে টার্গেট করা হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসলাইলের হাইফাতে হামলা চালাবে তারা।
ইরানে হামলা চালালে ইসরাইলে হামলা করবে হিজবুল্লাহ
Advertisement