ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনের ইলফোর্ডে সাঈদা হোসাইন নামে ৫৪ বছর বয়সী এক মহিলা হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে মোহাম্মদ জাভেদ নামে এক পুরুষকে চার্জ করেছে পুলিশ। তার বয়স ৫৮ বছর। সে ইলফোর্ডের স্টেইনস রোডের বাসিন্দা। তাকে আজ (বৃহস্পতিবার) রেডব্রিজ ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার কথা রয়েছে।
উল্লেখ্য সাঈদা হোসাইনকে গত ১৩ ফেব্রুয়ারী ইলফোর্ডের স্টেইনস রোডের ঘর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনাস্থলেই মহিলাকে মৃত ঘোষণা করে। ময়না তদন্তের পর মহিলার পুরো পরিচয় প্রকাশ করা হবে। তবে তদন্তকারী কর্মকর্তার মনে করছেন নিহত মহিলার নাম সাঈদা হোসাইন এবং তার বয়স ৫৪ বছর।
Man charged with Ilford murder
A man has been charged this evening (Wednesday, 14 February) with the murder of a 54-year-old woman found deceased at an address in east London.
Muhammad Javed, 58 (7.10.1959) of Staines Road, Ilford, is remanded in custody to appear at Redbridge Magistrates’ Court on Thursday, 15 February.
The victim, found with critical injuries at an address in Staines Road, Ilford on the evening of Tuesday, 13 February and pronounced dead at the scene, has not yet been formally identified but detectives are satisfied that the deceased is Saeeda Hussain, 54.