ব্রিটবাংলা ডেস্ক:বাংলার কৃষ্টি ক্যালচার ও বৃটেনের বহু জাতিক সমাজে বাংলাদেশের কুটির শিল্পকে পরিচিত করতে হ্যাকনী বাংলাদেশ ক্যালচারাল এসোসিয়েশন শনিবার ইষ্টলন্ডনের ব্যাকটন কমিউনিটি সেন্টারে আয়োজন করে বাংলাদেশ মেলার।
দিনব্যাপী এই মেলার আনুষ্টানিক উদ্ভোধন করে প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
মেলায় হাতে তৈরী পিঠা সহ বাংলাদেশের কুঠির শিল্পের প্রদর্শন করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থকে আয়োজন করা হয় আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্টানের।
এতে সঙ্গীত পরিবেশন করেন বৃটেনের জনপ্রীয় শিল্পিরা।
সংগঠনের প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীদিবিদ আনজুমান আরা আঞ্জুর সভাপতিত্বে আলোচনা অংশ নেন বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইউকের প্রেসিডেন্ট আব্দুল আহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার জেনেট রহমান, নিউহ্যাম বাউন্সিলের কাউন্সিলের কাউন্সিলার আয়েশা চৌধুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ আজম খান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক
সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
Advertisement