ইসরাইলের হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: গাজা উপত্যকায় শনিবার ইসরাইলের বিমান হামলায় এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এ ভূখন্ড থেকে চালানো রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। হামাস শাসিত ভূখন্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিমান হামলার ঘটনাটি নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২৭ বছর বয়সী আহমেদ আহমেদ আল-সাহরি গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কাছে চালানো ইসরাইলের বিমান হামলা চলাকালে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

উপত্যকার কোন জঙ্গি গ্রুপের সাথে আহমেদ যুক্ত ছিল কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি। তবে ইসরাইলি সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে, তারা কেবলমাত্র ‘সন্ত্রাসীদের ’ অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

Advertisement