ইসলামফোবিয়ার অভিযোগে কনজারভেটিভ পার্টির ১৪ সদস্য বরখাস্ত

ব্রিটবাংলা ডেস্ক : ইসলামফোবিয়ার অভিযোগে দলের ১৪ সদস্যকে পার্টি থেকে বহিস্কার করেছে কনজারভেটিভ পার্টি। বহিস্কৃত সবাই দলের এমপি জ্যাকব রিজ মগ সমর্থিত ফেইস বুক গ্রুপের সদস্য।

এই গ্রুপের একজন নিজেকে কনজারভেটিভ পার্টির সদস্য পরিচয় দিয়ে বলেছেন, তিনি চান বৃটেনের সব সরকারী অফিস থেকে মুসলিমদের বিদায় করে দিতে। আরেকজন লিখেছেন, তিনি লন্ডনের সব মসজিদকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান। আর অন্য একজন লিখেছেন, হোম সেক্রেটারী সাজিদ জাভিদ দলের লিডারশীপ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি সাজিদ জাভিদকে ভোট দেবেন না। কারন সাজিদ লিডার হলে দেশ ইসলামের দখলে চলে যাবে। @matesjecob একটি টুইটার একাউন্ট থেকে এসব ইসলামফোবিক মন্তব্য সংগ্রহ করে ব্যবস্থা নিয়েছে টোরি পার্টি।

ফেইস বুক গ্রুপে একটি ম্যাপও শেয়ার করা হয়েছে। তাতে ইউকের কোথায় কোথায় মসজিদ আছে সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে। “এটা মুসলিম দেশ নয়, আমরা তাদের সুযোগ দিচ্ছি” বলেও মন্তব্য করা হয়েছে।

এদিকে কনজারভেটিভ পার্টির একজন মুখপাত্র বলেছেন, বহিস্কৃতরা সবাই পার্টির সদস্য হলেও এই ফেইসবুক পেইজ পার্টির অনুমোদিত বা এফিলিয়েটেড নয়। তবে বহিস্কৃতদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে।

 

 

Advertisement