ইসির ভূমিকায় সন্তুষ্ট না তাবিথ

ব্রিট বাংলা ডেস্ক :: নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্ট হতে পারছেন না ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আজ মঙ্গলবার বেলা ১১টায় উত্তর বাড্ডা ফুজি টাওয়ার থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরুর আগে তিনি এ কথা জানান।

তাবিথ আউয়াল বলেন, আমাদের প্রচারে বাধার সৃষ্টি করা হচ্ছে। কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। ইসি এখনও কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। শত বাধার পরও বিএনপির নেতাকর্মীরা শান্ত রয়েছে। তারা যতই উস্কানী দিক, আমরা শান্তিপূর্ণভাবে মাঠে আছি, থাকবো।

এদিন মধ্যবাড্ডা বাজার, মেরুল বাড্ডা ও ৩৭, ৩৮, ৩৯, ৪০ নং ওয়ার্ডে প্রচারণা চালাবেন বিএনপি মনোনীত এই মেয়র প্রার্থী।

তাবিথ আউয়াল বলেন, ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে পারলে বিজয় সুনিশ্চিত।

প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, বিএনপি নেতা আহসান উল্লাহ হাসান, বজলুল বাসিদ আঞ্জু, ২১ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এজিএম শামসুল হক, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement