ইস্টার হলিডে উপলক্ষে নিউহ্যামে ব্যতিক্রমি এক প্রতিযোগিতার আয়োজন করেছে বাঙালী মালিকানাধীন পিজ্জা ব্যবসা প্রতিষ্ঠান জ্যাটা এবং সেইন্ট ম্যাথিয়াস চার্চ। ইস্টার চ্যালেঞ্জ নামে এই প্রতিযোগিতার ব্যাপারে জ্যাটার মালিক সৈয়দ রব দেওয়ান জানান, নিউহ্যামের কেনিংটাউন এলাকার ১০টি স্পটে ইস্টার এ্যগ রাখা হয়েছে। ১৫ এপ্রিল থেকে ২২শে এপ্রিলের ভেতরে এই ১০টি ইস্টার এগের সঙ্গে সেলফি তুললে একটা পিজ্জা ফ্রি পাবেন। যে কেউ চাইলে সেটা যে কোনো চ্যারিটি সংগঠনে দানও করতে পারবেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেইন্ট ম্যাথিয়াস চার্চের জাযক বেন আটকিনস। এর মাধ্যমে কমিউনিটির সবার মধ্যে সৌহার্দের সম্পর্ক তৈরী হবে বলে মনে করেন তিনি।
Advertisement