ইস্ট লন্ডনের ওয়ানস্টেডে খোলা মাঠে আগুন : Wanstead Flats grass fire tackled by 200 firefighters

ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনের এপিং ফরেস্ট এলাকার ওয়ানস্টেডের খোলা মাঠে ভয়াবহ আগুন লেগেছে। এই আগুনের ফলে লন্ডনের আকাশে প্রচন্ড ধোঁয়ার ‍কুন্ডলী ছিল।  রোববার বিকেল চারটার দিকে প্রায় ১১০টি  ইমার্জেন্সি কল রিসিভ করার পর লন্ডন ফায়ার ব্রিগেডের ৪০টি ফায়ার ইঞ্জিন আগুন নেভাতে আসে। ২শ ২৫ জনের বেশি ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।  ১শ৫০টি ফুটবল পিচের সমপরিমান এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলেও ফায়ার সার্ভিস জানিয়েছে। যদিও তাৎক্ষনিকভাবে আগুন এতোটা ঝুঁকিপূর্ন মনে হচ্ছে না। তবে ধোঁয়ার কারণে এই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এ১১৪ রাস্তাটি বন্ধ রয়েছে।

অন্যদিকে সামাজিক মাধ্যমে কিছু কিছু রেসিডেন্ট জানিয়েছেন, তাদেরকে  বাড়ি ঘর ছেড়ে নিরাপদ জায়গায় যেতে বলা হয়েছে। আশপাশের বাসিন্দাদের দরোজা জানালা বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

More than 225 firefighters are tackling a large grass fire in east London, which has led to huge plumes of smoke being seen across the capital.

London Fire Brigade sent 40 fire engines to the blaze, on Wanstead Flats near Stratford, just after 16:00 BST after receiving more than 110 calls.

The fire service said there was no immediate risk to life or property from the blaze.

The Met Police has advised people to avoid the area due to heavy smoke.

There were reports on social media of some residents saying they had been told to evacuate their homes.

Advertisement