ইস্ট লন্ডনের ওয়েস্টফিল্ডে এসিড নিক্ষেপে ৬ জন আহত : Six believed hurt after substance ‘sprayed’

ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডের ওয়েস্টফিল্ড শপিং কমপ্লেক্সে শনিবার এসিড হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এক পুরুষকে গ্রেফতার কোরেছে পুলিশ। মেট পুলিশ জানিয়েছে, শনিার রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে। একদল পুরুষ শপিং কমপ্লেক্সের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপর এসিড জাতীয় দ্রব্য ছুঁড়ে মেরেছে। এতে অন্তত ৬ জন আহত হন। আহতদের ইস্ট লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এটি সন্ত্রাসী হামলা নয় বলে আপতত নিশ্চিত কোরেছে পুলিশ।

Six believed hurt after substance ‘sprayed’

Six people are believed to have been injured in Stratford, east London, after reports they had been sprayed with a “noxious substance”.

Police were called to the Westfield Shopping Centre just before 20:00 BST. A man has been arrested on suspicion of grievous bodily harm.

The Metropolitan Police said there had been reports of a group of males spraying people with the substance.

Ambulance and fire services are also at the scene.

Those reported injured are believed to be in a number of different locations.

The incident is not believed to be terror related.

A police spokeswoman said a cordon was in place at the shopping complex.

Advertisement