ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপল এবং ওয়াটনি মার্কেট এলাকা থেকে ১১ বছর বয়সী এক ছেলে নিঁখোজ হয়েছে। নিঁখোজ ছেলের নাম আদিল চৌধুরী। তার অটিজমের সমস্যা আছে। সে মুলত স্কটল্যান্ডের ইনভার্নেস শহরের বাসিন্দা। পরিবারের সঙ্গে লন্ডনে বেড়াতে এসেছিল। বুধবার বিকেল ৩টার দিকে সে নিঁখোজ হয়।
পুলিশ জানিয়ছে নিঁখোজ আদিল চৌধুরী এশিয়ান। তার শারিরীক গঠন মধ্যম। গায়ের রং সাদা। মাথায় খাটো কালো চুল। তার কপালে কাল একটি তিলক আছে। সে চার ফুট তিন ইনচি লন্বা। তার পরনে ধূসর রংয়ের জাম্পার এবং নীল রংয়ের ট্রাকসুট ট্রাউজারের সঙ্গে ধূসর-সাদা রংয়ের ট্রেইনার ছিল।
আদিলের কোন সন্ধান পেলে ১০১ কল দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
11-year-old boy missing from Whitechapel, East London
An 11-year-old boy with autism has gone missing in Tower Hamlets.
Police are searching for Adil Choudray, who is from Inverness but is visiting family in London.
He was last seen in the Watney Market and Whitechapel Market areas.
He was last seen at 3pm this afternoon.
He is described as a light skinned Asian boy, around 4ft 3in tall, of medium build with short black hair and a distinctive mole on his forehead.
At the time of his disappearance Adil was wearing a grey jumper, blue tracksuit trousers and grey and white trainers.
He may appear distressed.
Anyone with information on his whereabouts should call the police on 101 or Missing People on 116000.