ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনের কর্মজীবি পরিবারের প্রায় এক চতুর্থাংশের বেশি শিশু দারিদ্রতার মধ্যে বসবাস করছে বলে দ্যা এন্ড চাইল্ড পোভার্টি এবং লাফবরাহ ইউনিভার্সিটির যৌথ গবেষণা রিপোর্টে তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষণা রিপোর্টে বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের দুটি নির্বাচনী আসনের শিশু দারিদ্রের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০১৮-১৯ সালে বেথনালগ্রীন এন্ড বো সংসদীয় এলাকায় কর্মজীবি পরিবারের ২৯ দশমিক ৭ শতাংশ শিশু দারিদ্রতার মধ্যে বসবাস করছে। আর পপলার এন্ড লাইমহাউস সংসদীয় আসনে এই সংখ্যা হল ২৫ শতাংশ। অথচ ১০১৪-১৫ সালে এই দুই সংসদীয় আসনে এই সংখ্যা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৭ দশমিক ৫ শতাংশ।
মাত্র চার বছরে শিশু দারিদ্রের হার এভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চ্যারিটি সংস্থা, ইউনিয়ন, ফেইথগ্রুপ এবং কমিউনিটি সংগঠনসহ প্রায় ৭০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী সংগঠন দ্যা এন্ড চাইল্ড পোভার্টি।
কোভিড-১৯ এর কারণে এসব এলাকার কর্মজীবি পরিবারের শিশুদের আরো বেশি দারিদ্রতার মধ্যে ফেলবে বলেও আশঙ্কা করছে দ্যা এন্ড চাইল্ড পোভার্টি।