ইস্ট লন্ডনে নাইফ ক্রাইমের বিরুদ্ধে র‌্যালি : Peace march held over Forest Gate teen death

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে অব্যাহত নাইফ ক্রাইমসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে রোববার র‌্যালি হয়েছে ইস্ট লন্ডনে। প্রায় দু’ সপ্তাহ আগে ফরেস্ট গেইটে ছুরিকাঘাতে নিহত সামি সিধমের পরিবার এবং তার স্বজনরা এই র‌্যালির আয়োজন করে।

গত ১৬ এপ্রিল ইস্ট লন্ডনের ফরেস্ট গেইটে ছুরিকাঘাতে প্রান হারায় ১৮ বছর বয়সের সামি সিধম। রোববার বিকেলে তার পরিবার, স্বজন, বন্ধুবান্ধব ও নাইফ ক্রাইমের শিকার অন্যান্যরা সামির স্মরনে এবং নাইফ ক্রাইম প্রতিরোধের দাবীতে র‌্যালি করে। ফরেস্ট গেইটের ফক্স এন্ড হাউন্ড পাব থেকে র‌্যালিটি শুরু হয়ে উলিচে গিয়ে শেষ হয়।

সামির পরিবারের সদস্যরা মনে করেন, অকারণে তাকে লন্ডনের অব্যাহত ভয়াবহ নাইফ ক্রাইমের শিকার হতে হয়েছে। হত্যাকারীর উপযুক্ত বিচার দেখতে চান তার পরিবারের সদস্যরা। ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র ছিলেন সামি। পড়তেন আইন বিষয়ে। ওয়েস্ট হ্যামের খেলা দেখে ঘরে ফিরছিলেন। ফরেস্ট গেইটে তার ঘরের সামনেই তাকে ছুরিকাঘাত করা হয়। এসময় একজন প্রতিবেশীও তাঁকে বাঁচানোর চেস্টা করেন।

 

ওয়েস্ট হ্যাম ফুটবলের সমর্থক ছিলেন সামি। রোববার ওয়েস্ট হ্যাম এবং ম্যানসিটির খেলার সময় এক মিনিট নিরবতা এবং ১৮বার তপোধ্বনির মাধ্যমেও তাকে স্মরণ করা হয়।

উল্লেখ্য সামি সিধম হত্যার সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে গত ২৩ এপ্রিল ২২ বছসী এক পুরুষকে গ্রেফতার করে পুলিশ। যদিও তিনি বেইলে মুক্ত রয়েছেন। সামি হত্যার আসল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

 

Peace march held over Forest Gate teen death

The family and friends of an 18-year-old who was stabbed to death in east London have held a peace march against violent crime.

Sami Sidhom was attacked while walking from a West Ham game to his home in Forest Gate on 16 April.

Mr Sidhom was also remembered during a one-minute applause on the 18th-minute mark of the West Ham match with Manchester City on Sunday.

The walk began at the Fox and Hound pub in Forest Gate and ended in Woolwich.

A post-mortem examination gave the cause of Mr Sidhom’s death as multiple stab wounds.

He was attacked and stabbed multiple times by a number of suspects outside his home in Chestnut Avenue after watching West Ham United play earlier that evening, police said.

London Mayor Sadiq Khan said his “heart goes out” to Mr Sidhom’s friends and family.

 

In a statement, Mr Sidhom’s family said: “Sami was a model son, model student, a dedicated West Ham fan who was studying to be a lawyer to bring fair play and justice to those who needed it.

“He never had a chance to do any of that because he was stabbed in the back by cowards in the dark. He was only 18.

“Nothing will bring Sami back, but we want his killers brought to justice. We would like to appeal to everyone, if you have any information no matter how small it is, please do tell the police.”

A 22-year-old man arrested on 23 April on suspicion of murder has been bailed pending further enquiries until a date in late May.

 

Advertisement