ইস্ট লন্ডনে ফের এসিড হামলা

ব্রিটবাংলা রিপোর্ট : বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার ওয়াটনি মার্কেটে এক এসিড হামলার ঘটনা ঘটেছে বলে সামাজিক মাধ্যমে দাবী করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। মোবাইলে ধারণ করা ঘটনার ছবি ও ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একজন যুবক মুখে হাত দিয়ে বসে আছেন। হাতে গ্লাভস পরা দুজন  পুলিশ অফিসার বসে তাকে সেবা দিচ্ছেন।

অন্য একজন সামাজিক মাধ্যমে বলেছেন, ৪ জনের একটি গ্রুপ অন্য একজনের মুখে এসিড নিক্ষেপ করার পর তার সাদা মার্সিডিস এ ক্লাসের গাড়িটি নিয়ে পালিয়েছে হামলাকারীরা। তারা সিডনি স্ট্রীট হয়ে ক্যামব্রিজ রোডের দিতে গাড়ি চালিয়ে পালিয়েছে বলে দাবী করেন তিনি।

তবে এ বিষয়ে এখনো পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement