ইস্ট লন্ডনে বোট পার্টিতে পুলিশের জরিমানা আরোপ

ব্রিটবাংলা ডেস্ক : লকডাউন আইন লঙ্ঘন করে একটি নৌকাতে পার্টিতে অংশগ্রহণকারী ২৬ জনকে জনপ্রতি ৮শ পাউন্ড জরিমানা আরোপ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে পার্টির আয়োজককে। মেট পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ৪টা ২০ মিনিটের দিকে ইস্ট লন্ডনের রিভার লি’তে বড় একটি নৌকা বা বোটের ভেতরে এই পার্টিতে প্রায় ৩০ জনের উপস্থিতি ছিল। পার্টির আয়োজক ৩১ বছর বয়সী এক পুরুষ। তাকে এর আগেও অন্য একটি পার্টির আয়োজন করায় ১০ হাজর পাউন্ড জরিমানা করা হয়েছিল। ধারাবাহিকভাবে করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে এবার তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার রাতে দক্ষিন-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওর্থে ৩০ থেকে ৪০ জনের উপস্থিতিতে একটি ঘরোয়া পার্টি ভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় করোনা বিধি নিষেধ লঙ্ঘনের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী সবাইকে জরিমানা আরোপ করে পুলিশ।

Advertisement