ইস্ট লন্ডন মসজিদে বাংলা  ও ইংলিশ হজ্জ তালিম ২১ ও ২২ জুলাই

লন্ডন মসজিদের উদ্যোগে বাংলা ও ইংলিশ ভাষায় দুইদিন ব্যাপী হজ্জ তালিম অনুষ্ঠিত হবে। বাংলা হজ্জ তালিম অনুষ্ঠিত হবে ২১ জুলাই শনিবার বিকেল ৫টায় এবং ইংলিশ তালিম অনুষ্ঠিত ২২ জুলাই রোববার বিকেল ৫ টায়। দুইদিনই হজ্জ তালিম পেশ করবেন ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ূম।
পুরুষদের জন্য ইস্ট লন্ডন মসজিদের মূল হলে এবং মহিলাদের জন্য মারিয়াম সেন্টারের দ্বিতীয়তলায় বসার সুব্যবস্থা থাকবে।
চলতি বছর হজে গমেনেচ্ছুদের উক্ত তালিমে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
Advertisement