ঈদে মুসলিমদের প্রতি ট্রাম্পের শুভেচ্ছা

ব্রিট বাংলা ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ব মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মনোরম এবং আনন্দঘন ঈদুল ফিতর উপলক্ষে সবার প্রতি আমাদের উত্তম শুভ কামনা। তিনি আরো বলেছেন, মুসলিমরা করোনার এই ভয়াবহতার সময়ে স্বস্তি, শক্তি ও নিরাময় পাবেন বলে আশা করেন । শনিবার তার অফিস থেকে ঈদুল ফিতরের আগে মুসলিমদের উদ্দেশে একটি বিবৃতি দেয়া হয়। তাতে এই আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। উল্লেখ্য, রোববার উত্তর আমেরিকার বেশির ভাগ মুসলিম উদযাপন করছেন পবিত্র ঈদ। এর প্রেক্ষিতে ট্রাম্প বলেন, মুসলিমরা যখন ঈদুল ফিতর উদযাপন করছেন, তখন আমরা প্রত্যাশা করি তারা প্রার্থনা ও একনিষ্ঠ ধর্মানুরাগের শক্তিতে স্বস্তি ও শক্তি খুঁজে পাবেন। গত কয়েক সপ্তাহে ও মাসে আমরা করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছি।

তবু আমরা এই অপ্রত্যাশিত সময়ে কি করতে হবে তার জন্য নির্ভর করতে হয়েছে আমাদের ধর্মীয় বিশ^াস, পারিবার ও বন্ধুবান্ধব ওপর।

Advertisement