উইঘুরদের সমর্থনে টুইট মুছে ফেললেন আফ্রিদি

ব্রিট বাংলা ডেস্ক :: পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি চীনে নির্যাতিত উইঘুর মুসলমানদের সমর্থনে টুইট করেছিলেন । তবে কিছুক্ষণ না যেতেই তা মুছে ফেলেছেন তিনি।

গত রবিবার টুইটটি করেন আফ্রিদি। তাতে তিনি লেখেন, উইঘুর মুসলমানদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তা হৃদয়বিদারক। আমি এর বিরুদ্ধে কথা বলতে (পিটিআই সরকার প্রধান)পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ করছি। চীনে বসবাসকারী আমাদের ভাই-বোনসহ মুসলমান উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকেও মুসলিমদের নিপীড়নের বিষয়ে কথা বলার আকুতি জানাই।

আফ্রিদির টুইটবার্তার পরই চীনের মুসলিমদের প্রতি সমর্থন জানাতে শুরু করেন অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বরা। কিন্তু পোস্ট দেয়ার মাত্র ১৮ মিনিট পরই সেটি মুছে ফেলেন তিনি। স্বভাবতই এ ঘটনায় হতাশ ভক্তরা। তাদের আশা ছিল, বুমবুমকে অনুসরণ করে উইঘুরদের প্রতি নির্যাতনের প্রতিবাদ করবেন অন্যান্যরা।

ধারণা করা হচ্ছে, এ বিষয়ে চীনের প্রতিক্রিয়ার কারণে টুইটটি মুছে ফেলতে বাধ্য হয়েছেন আফ্রিদি। এ নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল লিজিয়ান জেহাও বলেন, আমাদের বিরুদ্ধে পশ্চিমাদের মিথ্যা প্রচারণায় প্রভাবিত হয়েছেন সাবেক পাক অধিনায়ক।

Advertisement